ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬.৩ ইঞ্চির গ্যালাক্সি নোটথ্রি!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৩
৬.৩ ইঞ্চির গ্যালাক্সি নোটথ্রি!

গ্যালাক্সি নোটের নতুন সংস্করণে যদি সত্যিই এক্সিনস ৮ কোর প্রসেসর থাকে তবে ব্যবহারকারীরা কার্যসম্পাদনে পাবে দ্রুততা। বর্তমানে বাজারে থাকা নোট টু‘র পর্দার আকার যেহেতু ৫.৫ ইঞ্চি সেই তুলনায় ৬.৩ ইঞ্চির নতুন সংস্করণে প্রয়োজনীয় কাজগুলোও করা যাবে নুতন অভিজ্ঞতার সাথে।

কোরিয়ান নির্মাতার উদ্দেশ্য গ্যালাক্সি নোট ব্যবহারকারীরা যাতে ট্যাবের অভিজ্ঞতাও নিতে পারে এ মাধ্যমে। কিন্তু আসন্ন আকর্ষনীয় সব পণ্যের প্রকাশিত তথ্যগুলো কতটা বাস্তব সে নিয়ে আলোচনাকারীদের মনে সন্দেহ রয়েছে। কারণ প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে কিছু বলছেনা সেইসাথে প্রতিবেদনগুলোতে গুজবে ছেয়ে যাচ্ছে। তাই যতক্ষণে আনুষ্ঠানিকভাবে বাজার না পায় ততক্ষণ মতভেদ থাকছেই।

সম্প্রতি কোরিয়ান সংবাদপত্র ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং এক্সিনস অক্টা প্রসেসর নিয়ে আসছে নোট থ্রি এমন খবর প্রকাশ করে। কোরিয়ান নির্মাতা যদি এ খবরকে বাস্তবরুপ দেয় তবে পুযক্তিগত এক নতুন উদ্ভাবন হচ্ছে বলেও জানানো হয়েছে।

কিন্তু এ পর্যায়ে পণ্যটির প্রকাশিত গুণাবলী তথ্যের ভিত্তিতে স্যামসাং সুত্রের কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে বিশেষজ্ঞদের ধারণা বর্তমানের ৫.৫ ইঞ্চি পর্দা বৃদ্ধির কাজে স্যামসাং’র প্রয়াস রয়েছে। নোট টুতে আছে কুয়াড কোর এক্সিনাস প্রসেসর। পক্রিয়াকরণ ক্ষমতার বিচারে এক্সিনাস ৮ কোর প্রসেসর বেশি কার্যকর।

প্রসঙ্গত, গ্যালাক্সি নোট সিরিজে অআনুষ্ঠানিকভাবে ফ্যাবলেট চালু করেছে স্যামসাং। যা প্রচলিত মোবাইল ফোনের তুলনায় বড়, এছাড়া প্রযুক্তিপণ্য ভক্তদের প্রয়োজনীয় ভয়েস কলিং সুবিধাও রয়েছে এতে। এছাড়াও কোরিয়ান নির্মাতার উচ্চ-প্রত্যাশিত পণ্য গ্যালাক্সি এসফোরের বাজারে আসার সময়সীমা মে। এতেও এক্সিনস প্রসেসর পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘন্টা, ২১ জানুয়ারি, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।