ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রকমারি ডটকমের ৫০ হাজার বই বিক্রি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
রকমারি ডটকমের ৫০ হাজার বই বিক্রি

অনলাইনে বই বিকিকিনির সাইট রকমারি ডটকম দু বছরে পা দিয়েছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির ইংলিশ মিডিয়াম অয়েস্টার স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এ অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, দেশে অনলাইনে বই বিক্রির জন্য রকমারি ডটকম এখন পরিচিত। তিনি রকমারি ডটকমকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও গান পরিবেশনার আয়োজন ছিল। গত বছর রকমারি ডটকম ২০ হাজার মানুষের কাছে ৫০ হাজার বই পৌঁছে দিয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৯ জানুয়ারি রকমারি ডটকমের যাত্রা শুরু হয়। অনলাইনে (www.rokomari.com) বা ফোনে (০১৫ ১৯৫২ ১৯৭৫) অর্ডার দিলেই ঘরে বই পৌঁছে দেয় রকমারি। বই হাতে পাওয়ার পর ৩০ টাকা সেবাব্যয় দিয়ে পাওয়া যাবে যেকোনো পরিমাণ বই।

বাংলাদেশ সময় ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এটির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।