ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আগামী বছরে লিনাক্সে মাইক্রোসফট অফিস!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩
আগামী বছরে লিনাক্সে মাইক্রোসফট অফিস!

মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ নিয়ে গুজব উঠেছে যে ২০১৪’তে লিনাক্সে আসছে সফটওয়্যারটি।
সুত্র মতে, অপেন-সোর্স প্লার্টফর্মে সফটওয়্যার জায়ান্টের অধিক আগ্রহ ছিলনা তাই এটিই হবে তাদের প্রথম উদ্যোগ।



বর্তমানে মাইক্রোসফটের জনপ্রিয় ‘এমএস অফিস’ লিনাক্স পদ্ধতিতে আনার কার্যক্রম চলছে এ খবরের সুত্র ‘এক্সট্রেম টেক’। অনুমানিত তথ্য মতে, অপেন সোর্স প্লাটফর্মে বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়টি দৃষ্টিপাত করে লিনাক্স উপযোগী সফটওয়্যার তৈরির সিদ্ধান্তে আসছে মাইক্রোসফট। এছাড়াও তারা অ্যান্ড্রুয়েডে নির্দিষ্ট-অফিস সংস্করণ প্রকাশে কাজ আরম্ভ করেছে এমন কথাও রয়েছে তাতে।

বিশেষজ্ঞরা বলছে যেহেতু স্কাইপি ব্যতীত লিনাক্স-নির্দিষ্ট সফটওয়্যার নাই তাই এ মাধ্যমে প্রথম লিনাক্স বিষয়ক উদ্যোগ এটি। পেইড সিস্টেমের পাশাপাশি বাণিজ্যিক মডেল তৈরির মাধ্যমে লিনাক্সে অফিস সম্প্রসারণের প্রত্যাশা করছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি ইতিমধ্যে অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য উন্নয়ন হয়েছে। আর এখন অপেন সোর্সের সাথে নিবিড়ভাবে কাজ চলছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানের প্রত্যাশার উদ্যোগ এটি কারণ অনেক আগ থেকে এ পর্যন্ত লিনাক্স ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে বলাবলি করেছে। কিন্তু এ কার্যক্রমের প্রধান বাধা সম্ভবত পরিসীমায়। কারণ লিনাক্স অনুমোদনের শর্তগুলোতে কোড, অপেন সোর্স বিষয়ক তথ্যাবলী স্পষ্টভাবে উপস্থাপন করতে হয়।

বর্তমানে লিনাক্সে লাইব্রে অফিসের মত অধিক প্রয়োজনীয় সেবা বিনামূল্যে পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসে ব্যাপকভাবে লিনাক্সভিত্তিক পিসি ব্যবহৃত হচ্ছে। তাই মাইক্রোসফট অফিস আসলে তখন উক্ত মাধ্যমগুলোতে নিশ্চয় সফটওয়্যারটির চাহিদা খুবই পরিলক্ষিত হবে এমন ধারণা এখন অনেকেরই।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।