ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউরোপের ১৩টি আইটি প্রতিষ্ঠান ঢাকায়

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৩
ইউরোপের ১৩টি আইটি প্রতিষ্ঠান ঢাকায়

ইউরোপের ১৩টি আইটি প্রতিষ্ঠান বিজনেস ম্যাচমেকিং বৈঠক করতে এ মুহূর্তে ঢাকায় এসেছে। দেশের সফটওয়্যার ব্যবসার শীর্ষ সংগঠন বেসিস এ সম্মেলনের উদ্যোক্তা।



এ ছাড়াও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), আইটিসি জেনেভা, সিবিআই-নেদারল্যান্ডস এবং ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এনটুএফ-২ (নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড) প্রকল্পের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দুদিনব্যাপী এ কার্যক্রমে ডেনমার্কের ৭টি, নেদারল্যান্ডে ৬টি ছাড়াও বেসিসের ৫০টি সদস্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দুদিনে মোট ২০০টির মত ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হবে। ম্যাচমেকিংয়ের মূল উদ্দেশ্য বাংলাদেশি এবং ইউরোপীয় আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপাক্ষিক নতুন বাণিজ্য সম্পর্কের আবহ তৈরি করা।

এ মুহূর্তে ইউরোপের আইটি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে তাদের সম্ভাব্য পার্টনার হিসেবে বেছে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এ কারণেই এসব ম্যাচমেকিং বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

প্রসঙ্গত, এসব ম্যাচমেকিং বৈঠক বেসিস অডিটোরিয়ামে ৬ মার্চ বুধবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে। এ ছাড়াও ৭ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে একটানা এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।