ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভয়েস কলে এইচডি সেবা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৩
ভয়েস কলে এইচডি সেবা

বিশ্বে নিত্যনতুন সেবায় সদাই মুখর থাকে মোবাইল প্রযুক্তি অঙ্গন। এ ধারায় বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর ভারতী এয়ারটেল এইডি (হাই ডেফিনেশন) সাউন্ড কোয়ালিটির ভয়েস সেবার কথা ঘোষণা করেছে।

তবে আপাতত এ সেবা কেনিয়া, রুয়ান্ডা, মালওয়া, নাইজেরিয়া এবং আফ্রিকার দেশগুলোতে পাওয়া যাবে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এয়ারটেল বিশ্বের তৃতীয় অপারেটর হিসেবে মোবাইল এইচডি ভয়েস সেবা চালু করল। তবে এ বছরেই বিশ্বের অন্য কিছু দেশে এইচডি ভয়েস সেবা চালু করার পরিকল্পনা আছে। ভারতী এয়ারটেল সূত্র এ তথ্য দিয়েছে।

এইচডি ভয়েসের সুবাদে গ্রাহকেরা খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পারবেন। এতে আশেপাশের শব্দগুলো একেবারেই কল গ্রহণকারীর কানে পৌঁছবে না। এটি সেবা ভোক্তাদের জন্য দারুণ এক কথোপকথনের আবহ তৈরি করবে। শ্রুতিমধুর, পরিষ্কার এবং বাইরের শব্দমুক্ত একটি আবহে কথা বলার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে এইচডি ভয়েস সার্ভিস।

এ প্রসঙ্গে এয়ারটেল আফ্রিকার প্রধান বিপণন অফিসার অ্যানড্রি বেয়ারস জানান, নতুন ধরনের এ ভয়েস সেবা গ্রাহকদের সত্যিকার অর্থেই শব্দ শোনার ধরণই বদলে দেবে। ফোনে কথা বলার সময় আশেপাশের শব্দ জুড়ে কল গ্রহীতার কাছে প্রায় অস্পষ্ট হয়ে উঠে। উচ্চস্বরে চিৎকার করেও সঠিক শব্দ বিনিময় নিশ্চিত করা যায় না। মোবাইল ফোনে এইচডি শব্দ এসব ত্রুটি একেবারেই কমিয়ে আনবে।

এটি অ্যাডাপটিভ মাল্টি রেট (এএমআর) ওয়াইডব্যান্ড টেকনোলজির ব্যবহারে এইচডি ভয়েস নিশ্চিত করবে। ফলে আগের তুলনায় দ্বিগুণ গতিতে ভয়েস সেবা ছাড়াও উচ্চমানের ভয়েস কলও নিশ্চিত করা সম্ভব।

বাংলাদেশ সময় ১৯৪৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।