ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হচ্ছে সিলেট ‘ই-বাণিজ্য মেলা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩

ঢাকার শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে দেশে প্রথমবার অনুষ্ঠিত হয় ই-বাণিজ্য মেলা। আইসিটি ম্যাগাজিন কম্পিউটার জগতের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ মেলায় প্রত্যাশিত সাফল্য অর্জন এবং পরিকল্পনার ধারাবাহিকতায় ঢাকার বাহিরে সিলেট নগরীতে ৩ দিনের ই-বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছে তারা।

সিলেট জেলা স্টেডিয়াম চত্ত্বরে অনুষ্ঠিতব্য প্রদর্শনী চলবে আগামী ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত।  

তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের (এমওআইসিটি) পৃষ্ঠপোষকতা এবং সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট জেলা প্রশাসন প্রদর্শনীর তত্ত্বাবধায়নে রয়েছেন।

প্রদর্শনী সম্পর্কে আরও জানা যাবে এই e-commercefair.com  ওয়েবসাইটে। এছাড়া যোগাযোগ করা যাবে এই ইমেইলে [email protected]

উদ্যোক্তা সুত্র মতে, দেশের বিভাগীয় ৬ টি জেলা শহরে ধারাবাহিকভাবে ‌এ আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।