তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী চলছে খুলনায়। এ প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন।
আয়োজক সূত্র জানিয়েছে, ২৮ নভেম্বর প্রদর্শনী সমাপ্ত হলেও ২৯ নভেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবাভুক্ত তথ্যগুলো অনলাইনে পাওয়ায় পদ্ধতিগুলো প্রদর্শন করা হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া তথ্যপ্রযুক্তিভিত্তিক এ প্রদর্শনী দেশে বিভাগীয় পর্যায়ে তৃতীয়। আর খুলনার এ ধরনের এটাই প্রথম ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী। এ প্রদর্শনীতে খুলনা বিভাগের ১০টি জেলার ২৩টি সরকারি এবং ৯টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিভিন্ন গণযোগাযোগ মাধ্যম দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০