ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইলেকট্রনিক পাসপোর্ট চালু করলো চীন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
ইলেকট্রনিক পাসপোর্ট চালু করলো চীন

প্রথমবার ইলেকট্রনিক পাসপোর্টের চালু করলো চীন। এ পাসপোর্টে ব্যবহৃত বিশেষ মাইক্রোচিপে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে।

এ পাসপোর্টের ব্যবহার শুরু হয় সাংহাই এয়ারপোর্টে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং পিং জানান, ইলেকট্রনিক পাসপোর্টের মাধ্যমে দেশের মানুষের বৈদেশিক ভ্রমণের তথ্যভিত্তিক আনুষ্ঠানিকতা দ্রুত সময়ে সম্পন্ন করা সম্ভব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইলেকট্রনিক পাসপোর্টগুলো দেখতে অনেকটা নন ইলেকট্রনিক পাসপোর্টের মতো।

তবে এটি তৈরিতে বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এছাড়া এর মুদ্রণেও কারিগরি প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। উল্লেখ্য, পাসপোর্টে ব্যবহৃত ইলেকট্রনিক চিপে পাসপোর্টধারীর নাম, পারিবারিক তথ্য, ব্যক্তিগত কোড, জাতীয়তার তথ্যসহ সব ধরনের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।