প্রথমবার ইলেকট্রনিক পাসপোর্টের চালু করলো চীন। এ পাসপোর্টে ব্যবহৃত বিশেষ মাইক্রোচিপে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং পিং জানান, ইলেকট্রনিক পাসপোর্টের মাধ্যমে দেশের মানুষের বৈদেশিক ভ্রমণের তথ্যভিত্তিক আনুষ্ঠানিকতা দ্রুত সময়ে সম্পন্ন করা সম্ভব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইলেকট্রনিক পাসপোর্টগুলো দেখতে অনেকটা নন ইলেকট্রনিক পাসপোর্টের মতো।
তবে এটি তৈরিতে বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এছাড়া এর মুদ্রণেও কারিগরি প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। উল্লেখ্য, পাসপোর্টে ব্যবহৃত ইলেকট্রনিক চিপে পাসপোর্টধারীর নাম, পারিবারিক তথ্য, ব্যক্তিগত কোড, জাতীয়তার তথ্যসহ সব ধরনের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০