ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এখন রোবট পড়তেও পারবে!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
এখন রোবট পড়তেও পারবে!

এবার শিক্ষিত রোবট তৈরির প্রকল্প হাতে নিয়েছে রোবট বিজ্ঞানীরা। তারা এমন রোবট তৈরি করবে যা কোনো লেখা দেখে তাৎক্ষণিক পড়তে পারবে।

তাছাড়া রাস্তায় চলাচলের বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা দোকানের নামও বুঝতে পারবে।

এরই মধ্যে রোবট নির্মাতা একদল বিজ্ঞানী এ রোবট তৈরির কাজ শুরু করেছে। নির্মাতা সূত্রে জানিয়েছে, কমপিউটার প্রযুক্তি এখন অনেক এগিয়েছে। আর তার প্রমাণ হচ্ছে কমপিউটার এখন স্ক্যান করা বই এখন লেখায় পরিবর্তন করতে সক্ষম।

অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) রিডিং সফটওয়্যারের মাধ্যমে এ বিষয়টি সম্ভব হচ্ছে। এর উপর ভিত্তি করেই পাঠযোগ্য  রোবট তৈরি করা সম্ভব হবে বলে নির্মাতা জানিয়েছে।

পরীক্ষামূলকভাবে এমন রোবট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নাম হচ্ছে মার্জ। রোবটটি অ্যাডভান্স ওসিআর রিডিং সফটওয়্যারের সাহায্য তৈরি করতে পারে বলে নির্মাতা সূত্র জানিয়েছে। তবে তা অভিধান বা বানান শুদ্ধকরণ যন্ত্র হিসেবে কাজ করছে। এ রোবট খনও অবিচল লেখা পড়তে পারছেন না। অচিরেই তারা এমন রোবট তৈরি করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।