ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে ১২ টাকা মিনিটে কলরেট সুবিধা দিচ্ছে বিটিসিএল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০
ভারতে ১২ টাকা মিনিটে কলরেট সুবিধা দিচ্ছে বিটিসিএল

বিটিসিএল তার গ্রাহকদের ধারাবাহিক সুবিধায় আন্তর্জাতিক কলরেট কমিয়ে আনছে। আইএসডি এবং ইকোনমি আইএসডি (ইআইএসডি) সুবিধাযুক্ত ল্যান্ডফোনে নতুন এ কলরেট সুবিধা পাওয়া যাবে।

বিটিসিএল সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, আইএসডি সুবিধাভুক্ত ল্যান্ডফোন থেকে ‘০০’ কোড দিয়ে এবং ‘০১২’ কোড দিয়ে ননআইএসডি ল্যান্ডফোন থেকে এখন স্বল্প রেটে আন্তর্জাতিক কল করা সম্ভব।

বিটিসিএল সূত্র মতে, ‘০০’ এবং ‘ ০১২’ এ দুটি কোড ব্যবহার করে বিটিসিএল গ্রাহকরা এখন থেকে ভারতে যে কোনো সময়ে ১২ টাকা মিনিটে সার্বক্ষণিক কথা বলার সুযোগ উপভোগ করতে পারবেন। এজন্য কোনো পিক এবং অফপিক সময় প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে বাংলাদেশ ‘০১২’ কোডের আওতায় ভারতের সঙ্গে আন্তর্জাতিক কলের সুবিধাভুক্ত হয়। এ মুহূর্তে ‘০১২’ কোডের আওতায় বিটিসিএল গ্রাহকরা বিশ্বের ৫৬টি দেশের সঙ্গে সরাসরি স্বল্প রেটে কল সুবিধা উপভোগ করতে পারবেন।

বিটিসিএল গ্রাহকরা তাদের আন্তর্জাতিক কলরেট সুবিধা সম্পর্কে জানতে www.btcl.gov.bd এ সাইটে প্রয়োজনীয় তথ্য পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।