ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাং স্মার্টফোন জিতে নিন ফেসবুকে

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩
স্যামসাং স্মার্টফোন জিতে নিন ফেসবুকে

দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং ব্র্যান্ডের নতুন সিরিজ রেক্স। স্মার্ট অ্যাপলিকেশনযুক্ত রেক্স মোবাইল ফোনে আছে স্মার্ট ইউজার ইন্টারফেজ, দ্রুত ওয়েব ব্রাউজিং সুবিধা, ১০টি প্রিলোডেড ফুল গেম, স্যোশাল অ্যাপ ছাড়াও ফেদার টাচ অভিজ্ঞতা।

স্মার্ট ডুয়্যাল সিমের এ ফোনসেট পাওয়া যাচ্ছে সাশ্রয়ী দামে।

তবে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়েও এ ফোনসেট জেতা যাবে বলে ঘোষণা এসেছে। আগ্রহীরা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অংশ নিতে পারেন ‘বি রেক্স পোজড’ প্রতিযোগিতায়।

রেক্সপোজড দেশের প্রথম অনলাইন রিয়ালিটি শো। এটি এ সময়ের সবচেয়ে সফল অনলাইন ক্যাম্পেইন। এর প্রথম চারটি পর্বে অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে ১০ লাখ ভিউ পেয়েছে স্যামসাং।

এখানে পর্যায়ক্রমে রিমিক্স কিং ফুয়াদ, রেডিও ফুর্তির আরজে অপু, হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেটের ভোকাল শাকিব চৌধুরী এবং মাইলসের শাফিন আহমেদকে রেক্সপোজড করা হয়।

এ ভিডিওগুলো যে কোনো সময় স্যামসাংয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেখা যাবে। এ ছাড়াও ভিডিওগুলো ইউটিউবের মতো অন্য সব ভিডিও সাইটেও দেখা সম্ভব।

‘বি রেক্সপোজড’ প্রতিযোগিতায় যে কোনে আগ্রহী অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশি স্যামসাংয়ের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ (www.facebook.com/samsungmobilebangladesh) এ সাইটে নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

এবারে সঠিক উত্তর দিয়ে নয়, বরং স্যামসাং রেক্স ৬০, ৭০ এবং ৮০ জিতে নিতে প্রতিযোগীদের সব ভুল উত্তর দিতে হবে। যে প্রতিযোগী সবচেয়ে বেশি ভুল উত্তর দিতে পারবে সে ‘রেক্সপোজড’ হবেন।

সব মিলিয়ে ১০ দিনে ৫টি পর্বে এ প্রতিযোগিতা পরিচালিত হবে। এখানে প্রতি পর্বে একজন বিজয়ী নির্বাচিত হবেন। বিজয়ীদের ছবি ‘রেক্সপোজড’ সিল ছাড়াও স্যামসাংয়ের দেশি ফেসবুক ফ্যান পেজে অন্য সব সেলিবেট্রিদের মতো আপলোড করা হবে। এ প্রতিযোগিতা আগামী ২৩ এপ্রিল অবধি প্রযোজ্য।

বাংলাদেশ সময় ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।