ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের নারী উন্নয়নে কাজ করবে ডেল

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
দেশের নারী উন্নয়নে কাজ করবে ডেল

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড ডেল নিজেদের মধ্যে চুক্তি সই করেছে। এ চুক্তির আওতায় দেশের আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীদের আইসিটি দক্ষতা উন্নয়নে ডেল এখন থেকে কাজ করবে।



এ অনুষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠানের চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ডেল ব্র্যান্ডের সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস গ্রুপের মহাব্যবস্থাপক হারজিৎ সিং রেখি, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির ও ডিরেক্টরেট অব ইন্সপেকশনের (ট্যাক্সেস) পরিচালক জেনারেল কানন কুমার রায়।

এ চুক্তির আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডেল যৌথভাবে দেশের সবগুলো খাতে নারীর ক্ষমতায়ন এবং মানোন্নয়নে সুবৃহৎ পরিসরে কাজ করবে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।