ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতীয় ওয়েবসাইট পাকিস্তানের দখলে: সিবিআই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
ভারতীয় ওয়েবসাইট পাকিস্তানের দখলে: সিবিআই

ভারতের দু’শতাধিক ওয়েবসাইট হ্যাক হয়েছে। এ দাবি করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

এ ওয়েবসাইটগুলো যে দলটি হ্যাক করেছে ওয়েবসাইটে তারা নিজেদের পরিচয় পাকিস্তান সাইবার আর্মি বলে উল্লেখ করেছে।

এরই মধ্যে সিবিআই তাদের বিরুদ্ধে আইনি মামলা করেছে বলে সূত্রে জানা গেছে। উল্লেখ্য, হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে সরকারি ওয়েবসাইট হিসেবে শুধু সিবিআই এর ওয়েবসাইটই আছে। এছাড়া ভারতের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটও এর অন্তর্ভুক্ত আছে।

সিবিআই সূত্র জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২৭০টি ওয়েবসাইট হ্যাক করে সাইটের ব্যানারে পাকিস্তান সাইবার আর্মি কথাটি লিখে দেওয়া হয়েছে। হ্যাকার দলটি ওয়েবসাইট বার্তায় উল্লেখ করেছে, এ বছরের প্রথমভাগে ভারত সাইবার আর্মি পাকিস্তানের ৩৬টি সরকারি ওয়েবসাইট হ্যাক করে। তারই পাল্টা জবাব দিতে এবার তারা এ হ্যাকিং করেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।