ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল পণ্যের সঙ্গেই থাকছে নতুন অপারেটিং সিস্টেম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
অ্যাপল পণ্যের সঙ্গেই থাকছে নতুন অপারেটিং সিস্টেম

অ্যাপল পণ্যের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা হয়েছে। আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ পণ্যের অপারেটিং সিস্টেম আইওএস এর নতুন সংস্করণ তৈরি করা হয়েছে।



অ্যাপল সূত্র মতে, এখন থেকে অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের মাধ্যমে আইপ্যাড ব্যবহারকারীরা মাল্টিটাস্কিং সুবিধা পাবেন। অর্থাৎ আইপ্যাডে কয়েকটি অ্যাপলিকেশন একত্রে পরিচালনা করা যাবে। এছাড়া কয়েকটি ইমেইল অ্যাকাউন্টের ইমেইল একটি ইনবক্সের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হবে।

এছাড়া আইফোনে এয়ারপ্রিন্ট বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এয়ারপ্রিন্ট সেবায় সরাসরি আইফোন থেকে তারহীন যোগাযোগের মাধ্যমে ডকুমেন্ট এবং ছবি প্রিন্ট দেওয়া যাবে।

আগ্রহী অ্যাপল পণ্য ব্যবহারকারীদের নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারে নিজের ব্যবহৃত পণ্যটি কমপিউটারের সঙ্গে যুক্ত করে আইটিউনস প্রোগ্রামের মাধ্যমে ডাউনলোড করতে হবে বলে অ্যাপল সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।