গর্ভাবস্থায় মোবাইল ফোনে বেশি কথা বললে পরে তা সন্তানের আচার আচরণে বিরূপ প্রভাব ফেলে। ইপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া অল্প বয়সে শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে এ সম্ভাবনা আরও বেড়ে যায় বলেও জরিপে সূত্রে উল্লেখ করা হয়। এ জরিপ পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া ইউনির্ভাসিটির গবেষক দল।
জরিপ সূত্র জানিয়েছে, সন্তানের উপর আচরণজনিত এ প্রভাবের সম্ভাবনা শকতরা ৫০ ভাগ। গর্ভাবস্থায় যে মায়েরা বেশি মোবাইল ফোন ব্যবহার করে তাদের শিশুদের আচরণজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে শতকরা ৩০ ভাগ। আর যেসব শিশু অল্প বয়সে মোবাইল ফোন ব্যবহার করে তাদের অস্বাভাবিক আচরণ করার সম্ভাবনা থাকে শতকরা ২০ ভাগ।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০