ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মা নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৩
মা নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা

পৃথিবীর মধুরতম শব্দ ‘মা’। জীবনের কেন্দ্রবিন্দু।

তাই মা প্রত্যেকের জীবনের সবচেয়ে স্মৃতিময় অধ্যায়। এ মাকে নিয়ে সবার জীবনেই আছে অজস্র স্মৃতি। মায়ের বকুনি, ভালোবাসা আর খুনসুঁটি।

তবে সময়ের ব্যবধানে অনেক কথাই বলা হয়ে উঠে না মাকে। সেসব ‘না বলা’ কথামালায় প্রিয় মাকে নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা শুরু করেছে দেশের অন্যতম আইসিটি পণ্য বিপণনকারী কম্পিউটার সোর্স।

‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত চিঠি লেখা যাবে প্রিয় মাকে সম্বোধন করে। সর্বোচ্চ ৫০০ শব্দের এ চিঠি বাংলা, ইংরেজি বা ফনেটিক অক্ষরেও হতে পারে। মাকে লেখা চিঠির মধ্যে লাইক ভোটে নির্বাচিত সেরা তিন জনপত্র লেখক-লেখিকা নৈশভোজ করতে পারবেন ঢাকার পাঁচ তারকা  হাটেলে।

এ প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহনকারীকে প্রথমে কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যানপেজে যেতে হবে। দু লাখ ফেসবুক বন্ধুর কম্পিউটার সোর্সের এ ফেসবুক পেজে আছে (facebook.com/CSLFanclub) ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে তৈরি বিশেষ একটি ট্যাব।

এ ট্যাবে ক্লিক করে চিঠি পোস্ট দেওয়া যাবে। অথবা সরাসরি (https://www.facebook.com/CSLFanclub/app_103822229704881) ওয়েব লিঙ্কে গিয়েও সহজেই মাকে উদ্দেশ্য করে লেখা যাবে চিঠি। যেখানে প্রকাশ করা যাবে হৃদয়ের অভিব্যক্তি।

বাংলাদেশ সময় ১৮৫৯ ঘণ্টা, মে ১৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।