ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় শুরু হচ্ছে ‘আসুস নোটবুক উইন্টার সেলিব্রেশন’ প্রদর্শনী

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
ঢাকায় শুরু হচ্ছে ‘আসুস নোটবুক উইন্টার সেলিব্রেশন’ প্রদর্শনী

বুধবার থেকে ঢাকার এলিফ্যান্ট রোডস্থ ইসিএস মাল্টিপ্ল্যান সেন্টারে চার দিনব্যাপী শুরু হচ্ছে ‘আসুস নোটবুক উইন্টার সেলিব্রেশন’ শীর্ষক প্রদর্শনী। বাংলাদেশে আসুস ব্র্যান্ডের অন্যতম বিপণনকারী গ্লোবাল ব্র্যান্ড এ তথ্য জানিয়েছে।



এ প্রদর্শনীতে দেশের বাজারে প্রথমবার আনা হচ্ছে আসুস বিজনেস সিরিজের বি৪৩এফ-৪৬০এম মডেলের নতুন ল্যাপটপ। এ ল্যাপটপে আছে কোরআই৫ প্রসেসর। সঙ্গে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।

এছাড়া ৮টি ভিন্ন মডেলের নোটবুক এবং ২টি ইপিসি নেটবুক প্রদর্শন করা হচ্ছে। এ নোটবুকগুলো ন্যূনতম ২৬,৫০০ থেকে সর্বোচ্চ ৬৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

প্রদর্শনীর সময় প্রতিটি আসুস নোটবুকের সঙ্গে থাকছে নোটবুক কিনিং কিট ও টি-শার্ট। উল্লেখ্য, এ প্রদর্শনী আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৫২, ডিসেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।