ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের পরীক্ষা আইটিইই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ২৬, ২০১৩
শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের পরীক্ষা আইটিইই

ঢাকা: বাংলাদেশের আইটি পেশাদারদের জন্য শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের পরীক্ষা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)।

এ উদ্দেশ্যে বাংলাদেশ সফরে এসেছেন ফিলিপাইন ন্যাশনাল আইটি স্ট্যান্ডার্ডসের প্রেসিডেন্ট মারিয়া কোরান মেনদোজা আকল।

রোববার তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এন আই খানের সঙ্গে আইটিইই’র নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি।

এ সময় বাংলাদেশি আইটি প্রফেশনালদের আর্ন্তজাতিক স্বীকৃতি পেতে আইটিইই সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্য প্রযুক্তি সচিব এন আই খান।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধায়নে আইটিইই বাস্তবায়িত হতে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, জাইকা-আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদেও হোয়া ও প্রকল্প সমন্বয়কারী আকি হিরো সুজি প্রমুখ।

উল্লেখ্য, জাপানের আইটিইই ইতোমধ্যে এশিয়ার ১২টি দেশে চালু হয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আইটিইই ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে জাইকা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১৩
এটি/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।