ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজনেস শোকেসে ডাটাবিজের সফটওয়্যার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ২৬, ২০১৩
বিজনেস শোকেসে ডাটাবিজের সফটওয়্যার

দেশের সুপরিচিত সফটওয়্যার প্রতিষ্ঠান দ্য ডাটাবিজ সফটওয়্যারের তৈরি অ্যাকাউন্টিং সফটওয়্যার ‘হাইলাইটর্স’ প্রদর্শিত হচ্ছে বেসিসের আয়োজিত বিজনেস সফটওয়্যার শোকেসে।

এবারের ভিন্নধর্মী এ প্রদর্শনীতে ১৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সুনির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিজনেস সফটওয়্যার শোকেস।

এ প্রদর্শনীতে শুধু অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে। প্রসঙ্গত, বেসিস বছরজুড়ে প্রায়ই এ ধরনের আয়োজন করে থাকে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে আসুন, তুলনা করুন এবং বেছে নিন।

বাংলাদেশ সময় ১৯৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।