ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এপনিক প্রতিনিধিদের সঙ্গে সিটিও ফোরাম

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৩
এপনিক প্রতিনিধিদের সঙ্গে সিটিও ফোরাম

বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তাদের (সিটিও) সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)।

মতবিনিময় সভায় এপনিকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি এনগেইজমেন্ট স্পেশালিস্ট শ্রীনিভাস চেন্ডী ও সিনিয়র ট্রেনিং স্পেশালিস্ট নুরুল ইসলাম (রোমান)।



এ সময় জানানো হয়, এপনিক মূলত এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি (আরআইআর)। যা এ রিজিওনের আইপি অ্যাড্রেস বরাদ্দের কাজ করে। এ ছাড়া হুইজ ডাটাবেজ ও রিভার্স ডিএনএস ডেলিগেশনের বিষয়ও দেখভাল করেন এপনিক।

এপনিক ছাড়াও সারাবিশ্বে আরো চারটি আরআইআর আছে। প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা এখন ৩ হাজার ৭০০ জন। এর মধ্যে বাংলাদেশের ১৬০টি প্রতিষ্ঠান আছে।

অনুষ্ঠানে জানানো হয়, এপনিক মূলত সদস্যভিত্তিক সংগঠন। এ সময় প্রতিনিধিরা এপনিকের পলিসি, সদস্য হওয়ার নিয়মাবলী এবং সদস্যদের সুবিধা বিষয়ে আলোচনা করেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সিটিও ছাড়াও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা, মে ২৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।