ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশি বিজ্ঞানীর রাসায়নিক দ্রব্য নির্ণয়ের যন্ত্র উদ্ভাবন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
বাংলাদেশি বিজ্ঞানীর রাসায়নিক দ্রব্য নির্ণয়ের যন্ত্র উদ্ভাবন

শরীরে লুকানো বিস্ফোরক উপাদান খোঁজার নতুন যন্ত্র উন্নয়ন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ড. আনিসুর রহমান। তার উদ্ভাবিত যন্ত্রের নাম স্পেকট্রোমিটার।

এর মাধ্যমে যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বহন করলে তা ধরা পড়বে।

উল্লেখ্য, স্পেকট্রোমিটার ছোট-বড় সব ধরনের বিস্ফোরক উপাদান চিহ্নিত করতে সক্ষম বলে জানিয়েছেন ড. আনিসুর রহমান। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে সফলভাবে এ যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

এ যন্ত্রের পরিচয় এবং কার্যকারিতা ব্যাখ্যায় আনিসুর রহমান জানান, এ যন্ত্র যে কোনো স্থানে বসানো সম্ভব। তাই কেউ এ যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত এলাকায় কোনো ধরনের রসায়নিক বিস্ফোরক নিয়ে প্রবেশ করলে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে। এ মুহূর্তে যন্ত্রটির মূল্য ধরা হয়েছে দুই হাজার ৫০০ লাখ ডলার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।