ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তিতে কাজ করবে সিটিও ফোরাম ও ড্যাফোডিল

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ১, ২০১৩
তথ্যপ্রযুক্তিতে কাজ করবে সিটিও ফোরাম ও ড্যাফোডিল

তথ্যপ্রযুক্তি বিষয়ক কার্যক্রম একসঙ্গে করার প্রয়াসে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন ‘সিটিও ফোরাম বাংলাদেশ’ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনাড়ম্বর পরিবেশে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।


 
এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির নিত্য নতুন বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা, অভিজ্ঞতা অর্জন করতে পারবে। অন্যদিকে সিটিও ফোরামের তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠন বাস্তবায়নের সুযোগ হবে।

এছাড়া গবেষণা, প্রকল্পের পাশাপাশি পারস্পরিক ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, কর্মশালা ও উদ্ভাবনীর বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে তারা। ফলে শিক্ষার্থীদের শিক্ষানবিশ হয়ে এর বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হবে।

ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান ও সিটিও ফোরাম বাংলাদেশের পক্ষে সভাপতি তপন কান্তি সরকার চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সবুর খান, সিটিও ফোরামের সহ-সভাপতি নাভেদ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম মিজানুর রহমান, সিটিও ফোরামের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদুল বারী,  বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, রেজিস্ট্রার ড. ফখরে হোসেন, অর্থ পরিচালক মুমনুল হক মজুমদার, কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া, উপপরিচালক (আইটি) নাদির বিন আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ০১ জুন, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।