ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ৪, ২০১৩
যশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

যশোর: যশোরে প্রথমবারের মতো শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

মঙ্গলবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ এ জামান।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রতিথি ড. সৈয়দ এ জামান বলেন, “ই-সেবা চালুর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের মানুষ হিসেবে চাই কাজের গতিশীলতা, স্বচ্ছতা ও মানসম্মত সেবা। এক কথায় জনগণ প্রশাসনের কাছে যাবে না, প্রশাসন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। ”

যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং এটুআই প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান, যুক্তরাষ্ট্রের ইনভিশন ডিভাইন সিস্টেমের  প্রেসিডেন্ট অ্যান্ড সিইও জাহাঙ্গীর দেওয়ান ও যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় সরকারি বেসরকারি ৪৫ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এরমধ্যে বেসরকারি ১২টি প্রতিষ্ঠান রয়েছে।

যশোর জেলার ই-সেবা কার্যক্রম সফল বাস্তবায়নের ক্ষেত্রে অবদানের জন্য মেলায় কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে থাকছে, একজন সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন সেরা ইউপি চেয়ারম্যান, একজন সেরা ইউপি সচিব, তিন জন সেরা ইউআইসি উদ্যোক্তা।

এছাড়াও জেলা পর্যায়ের তিনটি ও উপজেলা পর্যায়ের তিনটি অফিসকে পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।