ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের শক্তিশালী সুপারকম্পিউটার ‘তিয়ানহে-২’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
বিশ্বের শক্তিশালী সুপারকম্পিউটার ‘তিয়ানহে-২’

বিশ্বের সুপারকম্পিউটার তৈরির প্রতিযোগিতা এবার যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন। যুক্তরাষ্ট্রের টাইটান নয়, এখন চীনের ‘তিয়ানহে-২’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

তিয়ানহে-২ তৈরি করেছে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি। এ সুপারকম্পিউটারের গতি প্রতিসেকেন্ডে ৩৩.৮৬ পেটাফল্পস। বিশ্বের সুপারকম্পিউটারের প্রতিযোগিতায় এ পর্যন্ত ৫০০টি কম্পিউটার নিবন্ধিত হয়েছে।

বিশ্বের ইতিহাসে চীনের তিয়ানহে-২-ই হচ্ছে সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার। আর পরীক্ষামূলকভাবে এ কম্পিউটার গতির পরীক্ষায় সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি টাইটানের গতি ছিল প্রতিসেকেন্ডে ১৭. ৫৯ টেরাফল্পস। তিয়ানহে-২ এর গতি টাইটানের চেয়ে দ্বিগুণ।

এখন অপেক্ষা শুধু প্রাতিষ্ঠানিক ছাড়পত্রের। তাহলেই বিশ্বের ইতিহাসে নতুন করে গতির পরীক্ষায় জায়গা করে নেবে চীনের তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার তিয়ানহে-২।

বাংলাদেশ সময় ২১২৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।