আসুস ব্র্যান্ডের বিজনেস সিরিজের জনপ্রিয় বি৪৩এফ মডেলের ল্যাপটপ এখন দেশেই পাওয়া যাচ্ছে। ডিজাইন বৈশিষ্ট্যের বিবেচনায় এ ল্যাপটপ ‘রেডডট ডিজাইন’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এ ল্যাপটপের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ২.৫৩ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই৫ প্রসেসর, মোবাইল ইন্টেল এইচএম৫৫ এক্সপ্রেস চিপসেট, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ছাড়াও ডিভিডি রাইটার সুবিধা।
এ ল্যাপটপের মূল পর্দা ১৪ ইঞ্চিবিশিষ্ট, গিগাবিট ল্যান, ওয়াইফাই (৮০২.১১বি/জি), ব্লুটুথ, ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ফিঙ্গারপ্রিন্ট রিডার, মেমোরি কার্ড রিডার, ৩টি ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট সুবিধা। অপারেটিং সিস্টেমে আছে উইন্ডোজ৭ প্রফেশনাল। মূলত ব্যবসায়ীদের উদ্দেশ্যেই এ ল্যাপটপ ডিজাইন করা হয়েছে।
এ মডেলের ল্যাপটপ ক্রয়ে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ৬৮ হাজার টাকা। অনুসন্ধানে : গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো : ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭২৮, ডিসেম্বর ১২, ২০১০