ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

করপোরেট::

আবারও ইয়াহু ছাটাই করছে ৭০০ কর্মী!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০
আবারও ইয়াহু ছাটাই করছে ৭০০ কর্মী!

ইয়াহু তাদের প্রায় ৭০০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এ পর্যন্ত কর্মীদের এ বিষয়ে কোনো বার্তা পাঠানো হয়নি।

এখনও চূড়ান্ত কোনো নামের তালিকা তৈরি না হওয়ায় আনুষ্ঠানিকভাবে কাউকে ছাঁটাই করা হচ্ছে না। ইয়াহু সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত মাসে টেক ক্রাঞ্চ এবং অলথিঙ্কস ডিজিটাল সংবাদমাধ্যমে এ পরিকল্পনার কথা জানানো হয়। এ মুহূর্তে ইয়াহুর মোট কর্মী সংখ্যা ১৪ হাজার ১০০ জন। এবারের ছাঁটাইয়ে শতকরা ৫ ভাগ কর্মীকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

এ পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন হলে গত তিন বছরে এটি হবে ইয়াহুর জন্য চতুর্থ বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা। কারণ এ বছর ছাড়াই গত দু’বছরে ইয়াহু তিনবার এমন সংখ্যক কর্মী ছাঁটাইয়ের নজির স্থাপন করেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।