ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারে ২০ কোটি ডলার নতুন বিনিয়োগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০
টুইটারে ২০ কোটি ডলার নতুন বিনিয়োগ

গ্রাহক সংখ্যা বাড়ানোর পাশাপাশি এবার মূলধনও বাড়াতে উদ্যোগ নিয়েছে মাইক্রোব্লগিং সামাজিক সাইট টুইটার। এ মুহূর্তে টুইটারভিত্তিক সেবার মান্নোয়নে ২০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।

টুইটার সূত্র এ তথ্য জানিয়েছে।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান কেইনার পারকিন্স ক্যুফিল্ড বায়ারস এবং বর্তমান বিনোয়াগকারীরা যৌথভাবে এ অর্থ বিনিয়োগকৃত অর্থের যোগান দিচ্ছে।

নতুন বিনিয়োগের সঙ্গে টুইটারে নতুন দু’জন বোর্ড মেম্বার যোগদান করেছে বলেও সূত্র জানিয়েছে। তারা হচ্ছেন ডিজিটাল বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডাবলকিক এর প্রধান ডেভিড রোজেনব্লাট এবং ডিজিটাল সামাজিক ম্যাগাজিন অ্যাপলিকেশন ফিপবোর্ড এর প্রধান নির্বাহী মাইক মক্কু।

এ মুহূর্তে টুইটারের কর্মীর সংখ্যা ৩০০ জন। উল্লেখ্য, টুইটারের মোট নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা এখন ১৭ কোটি ৫০ লাখ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।