সামাজিক সাইট ফেসবুকে ছবি ট্যাগে যুক্ত হচ্ছে নতুন সেবা। এ সেবায় ফেসবুক স্বয়ংক্রিয়ভাবেই নতুন আপলোড করা ছবিগুলোকে নির্দিষ্ট নামে ট্যাগ করতে পারবে।
ফেসবুক প্রকৌশলী জাস্টিন মিচশেল জানান, এ সেবার জন্য ফেসবুকে ফেস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবেই আপলোড করা ছবিগুলোর নাম বাছাই করতে পারবে। ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে সেগুলো ট্যাগও করতে পারবে।
উল্লেখ্য, অনেক আগে থেকেই ফেসবুকে ট্যাগ সুবিধা আছে। একে আরও সহজ ও সুনিশ্চিত করতে এবার সেবাটির মানোন্নয়ন করা হয়েছে বলে জাস্টিন জানান। তবে সবাই সব ছবিতে সবাইকে ট্যাগ করতে পারবেন না বলেও তিনি মন্তব্য করেছেন।
তার ভাষ্যমতে, শুধু অনুমতি পাওয়া বন্ধুরা একে অন্যকে ট্যাগ করতে পারবেন। অনাগ্রহী ব্যবহারকারীরা ফেসবুকের সিকিউরিটি সেটিংস থেকে নিজের নাম প্রত্যাহারও করে নিতে পারবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০