ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার ক্রাইম:::

নকল পণ্য বিক্রির দায়ে ৮০টি ওয়েবসাইট বন্ধ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
নকল পণ্য বিক্রির দায়ে ৮০টি ওয়েবসাইট বন্ধ

ওয়েবসাইটের মাধ্যমে নকল পণ্য বিক্রির দায়ে ৮০টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। ওয়েবসাইটগুলোর মাধ্যমে নিম্নমানের ও নকল ব্যাগ, লেডিস পার্সসহ যুক্তরাষ্ট্রবাসীর নিত্যদিনের প্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি করা হচ্ছিল।

যা ক্রেতাদের সঙ্গে শতভাগ প্রতারণা করার সামিল।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানান, নিম্নমানের পণ্য বিপণনের মাধ্যমে এ ওয়েবসাইটগুলোর কর্তৃপক্ষ সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। সঙ্গে যুক্তরাষ্ট্রের মানুষের নিত্য ব্যবহারিক জিনিসপত্রের বাজারকেও নষ্ট করছে।

এজন্য ওয়েবসাইটগুলোর মালিকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই এ সাইটগুলো বন্ধ করা দিয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া সাইটগুলোর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৩৫, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।