ওয়েবসাইটের মাধ্যমে নকল পণ্য বিক্রির দায়ে ৮০টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। ওয়েবসাইটগুলোর মাধ্যমে নিম্নমানের ও নকল ব্যাগ, লেডিস পার্সসহ যুক্তরাষ্ট্রবাসীর নিত্যদিনের প্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি করা হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানান, নিম্নমানের পণ্য বিপণনের মাধ্যমে এ ওয়েবসাইটগুলোর কর্তৃপক্ষ সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। সঙ্গে যুক্তরাষ্ট্রের মানুষের নিত্য ব্যবহারিক জিনিসপত্রের বাজারকেও নষ্ট করছে।
এজন্য ওয়েবসাইটগুলোর মালিকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই এ সাইটগুলো বন্ধ করা দিয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া সাইটগুলোর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৩৫, ডিসেম্বর ২১, ২০১০