এবার গ্রাহক সেবার উদ্দেশ্যে নকিয়া এবং মাইক্রোসফট একজোট হওয়ার গুজব উঠেছে। এরই মধ্যে নকিয়া উইন্ডোজভিত্তিক ফোন তৈরিতে প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
এ তথ্য অনুযায়ী নকিয়ার তৈরি স্মার্টফোনগুলোতে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে পারে। সংবাদমাধ্যম মোবাইল রিভিউ এর প্রধান সম্পাদক অ্যালডার মুর্তাজিন এ তথ্য প্রকাশ করেছেন।
তার ভাষ্যমতে, নকিয়ার সিম্বিয়ান মোবাইল অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় নকিয়া এ নতুন উদ্যোগের কথা ভাবছে।
উল্লেখ্য, আগে নকিয়ার এন৮ মডেলের স্মার্টফোন বাজারে আসার অনেক আগেই এর বিভিন্ন দিক নিয়ে অ্যালডার মুর্তাজিন প্রতিবেদন প্রকাশ করেছিলেন। তাই এবারও তার এ গুজব সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
কারণ এ গুজব সত্য হলে তা মোবাইল ফোনের বিশ্বে অ্যাপল আইফোন এবং গুগল অ্যানড্রইড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০