২০১১ সালেও গুগলের জনপ্রিয় ভয়েস সেবা বিনামূল্যে উপভোগ করা যাবে। তবে তা শুধু যুক্তরাষ্ট্র থেকে কানাডা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।
উল্লেখ্য, গত আগস্ট থেকে গুগল তাদের ভয়েস সেবা জিমেইল গ্রাহকদের জন্য উন্মুক্ত করে। তখন জানানো হয়, ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং কানাডার অধিবাসীরা বিনামূল্যে কমপিউটার টু মোবাইল কিংবা কমপিউটার টু ফিক্সড ফোন সেবা উপভোগ করার সুযোগ পাবেন।
গুগল সূত্র জানিয়েছে, গুগল ভয়েস সেবা বহুল জনপ্রিয়তা পাওয়ায় একে ২০১১ সালেও জিমেইল গ্রাহকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে। তবে এবারও সেবাটি যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে বলে গুগল সূত্র জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০