ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপারেটর ইনবক্স:::

দেশে ‘ভেসেল লোকেটিং’ সেবা চালু করল এয়ারটেল!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
দেশে ‘ভেসেল লোকেটিং’ সেবা চালু করল এয়ারটেল!

গত ২০ ডিসেম্বর থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভারতের মোবাইল সেবাদাতা ভারতী এয়ারটেল। এরই মধ্যে সেবা প্রদানে বৈচিত্র্য আনতে প্রতিষ্ঠানটি বেশ কিছু নতুন সেবা এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস যুক্ত করেছে।



এর মধ্যে অন্যতম হচ্ছে মাছ ধরার নৌকা এবং ট্রলার খোঁজায় জিপিএসভিত্তিক (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সেবা ‘ভেসেল লোকেটিং সার্ভিস’।

এয়ারটেল সূত্র জানিয়েছে, নতুন এ সেবার মাধ্যমে বাংলাদেশে প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের মোবাইল ফোনভিত্তিক সেবা আগের চেয়ে আরও উপযোগী হবে। তাছাড়া ভেসেল লোকেটিং সেবার মাধ্যমে জেলেরা গভীর সমুদ্রে তাদের মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোর তাৎক্ষণিক অবস্থান চিহ্নিত করতে পারবেন।

এছাড়াও যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে মোবাইল ফোনভিত্তিক সেবা নিরবিচ্ছিন্ন রাখতে এ সেবা দিকনির্দেশনামূলক সহায়তা করবে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।