ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি কনটেস্ট :

বেসিস প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
বেসিস প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ‘বেসিস সফটএক্সপো২০১১’ উপলক্ষে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।



বর্ধিত সময়ানুসারে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ডটনেট, পিএইচপি, জাভা এবং সি++ এ ৪টি প্রোগ্রামিং ভাষায় এ প্রতিযোগিতায় প্রফেশনাল এবং শিক্ষার্থী দু’গ্র“পে অংশগ্রহণ করা যাবে। প্রতি গ্রুপে সর্বোচ্চ ৪ জন সদস্য অন্তর্ভূক্ত থাকতে পারবে।

প্রতিযোগিতায় দুটি গ্রুপে সর্বমোট ৮টি দলকে পুরস্কৃত করা হবে। এ পুরস্কারের তালিকায় থাকবে সার্টিফিকেট, অ্যানড্রইড মোবাইল ফোন এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। আগ্রহীরা বিস্তারিত জানতে www.softexpo.com.bd এ সাইটে তথ্য পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫১, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।