ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-হেলথ:::

মানবদেহের জটিল তথ্য জানাবে গুগল ‘বডি ব্রাউজার’

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
মানবদেহের জটিল তথ্য জানাবে গুগল ‘বডি ব্রাউজার’

গুগল মানেই গ্রাহকবান্ধব সব সেবার অপর নাম। মানবদেহের জটিল সব সমস্যার ব্যাখ্যা আর বিশ্লেষণ নিয়ে গুগল এবার নিয়ে এলো গুগল বডি ব্রাউজার।

গুগল সূত্র এ তথ্য জানিয়েছে।

মানব শরীরের নার্ভ সিস্টেম, রক্ত সঞ্চালনের গতিপ্রকৃতি, শারীরিক গঠনশৈলী, শরীরের স্পর্শকতার সব কলাকৌশল এ সবই জানিয়ে দেবে গুগল বডি ব্রাউজার সিস্টেম। তবে এ জন্য ওয়েবজেল অ্যাপলিকেশন ইনস্টল থাকবে হবে। অথবা ওয়েবজেল সমর্থিক ওয়েবব্রাউজার ইনস্টল থাকতে হবে।

ওয়েবজেল সমর্থিত ব্রাউজারের মধ্যে ক্রোম৯ বেটা এবং ফায়ারফক্স ফোর বেটা সংস্করণ অন্যতম। শরীরের আভ্যন্তরীণ কলাশৈলীর ত্রিমাত্রিক (থ্রিডি) চিত্রায়ন প্রদর্শন করতে সক্ষম বডি ব্রাউজার।

গুগল মুখপাত্র জানিয়েছেন, বডি ব্রাউজার হচ্ছে মানবদেহের কলাশৈলীর ত্রিমাত্রিক প্রতিচ্ছবি। এরই মধ্যে আলট্রা নেভিগেশন, জুম ইন এবং আউট সুবিধাযুক্ত এ ব্রাউজার বিশ্বব্যাপী স্বাস্থপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।           

এ মুহূর্তে ব্রাউজারভিত্তিক সীমাবদ্ধতা আছে। তবে অচিরেই এ সেবাকে আরও সহজসাধ্য করতে গুগল বডি ব্রাউজারের মানোন্নয়নে কাজ করছে। আগ্রাহীরা bodybrowser.googlelabs.com সাইটে প্রয়োজনীয় তথ্য পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩৯, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।