প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে প্রতি বছরই সমৃদ্ধ হচ্ছে যান্ত্রিকসভ্যতা। ২০১০ সালেও এর ব্যতিক্রম ঘটেনি।
এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন ওয়াটলিং নামের একজন প্রকৌশলী। স্নো মোবাইল অর্থাৎ বরফ সহনীয় বাহন আবিষ্কারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ওয়াটলিং। অবশেষে বরফের রাস্তায় নিয়ন্ত্রণযোগ্য বাহন আবিষ্কারে তিনি সফলতা পান। এ যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পেছনের অংশে ভরে পরিচালনা।
এ বাহন প্রচলিত স্নো মোবাইলের তুলনায় অধিক নিরাপদ এবং গতিসম্পন্ন। এ বাহনটি স্বনিয়ন্ত্রিত দক্ষতায় শক্তি উৎপাদন করতে সক্ষম। এ বাহন ভূপৃষ্ঠ থেকেই বেশিরভাগ শক্তি সঞ্চয় করে।
এ বরফ বাহন উদ্ভাবনে ওয়াটলিং দীর্ঘ পাঁচ বছর অকান্ত সময় পরিশ্রম করেছেন। এর ফলেই তৈরি হয়েছে দ্রুত গতিসম্পন্ন, নিরাপদ এবং শক্তিবান্ধব বাহন স্নো মোবাইল।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০