ইউটিউবের প্রায় ব্যবহারকারীই গুগল আর ইউটিউবের যৌথ ‘পার্টনার’ কর্মসূচি সম্পর্কে অবগত। এ মুহূর্তে গুগলের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে ইউটিউব।
গুগলের এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য ইউটিউবের উৎকর্ষতা আরও বাড়িয়ে তুলতে সহযোগীদের সবাইকে উৎসাহিত করা। ফলে ব্যবহারকারীরা সহজেই ইউটিউবের একজন অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছেন। আর পছন্দের সব ভিডিও ইউটিউবে সংরক্ষণ করে উপার্জনেও সুযোগটাও মন্দ না। এ সেবার অগ্রগতি প্রতিমুহূর্তে স্পষ্টই প্রতীয়মান হচ্ছে। বিশ্বব্যাপী ইউটিউবের ১৫ হাজার নিবন্ধিত সহযোগী অংশীদার আছে।
এ কার্যক্রম শুরুর পর থেকেই সহযোগীরা আর্থিক আয়ের সুযোগ পাচ্ছেন। এ মুহূর্তে ইউটিউবের নির্বাচিত ৫০০ জন সহযোগীর মধ্যে ১ হাজার ডলার সম্মানী ঘোষণা করেছে।
উল্লেখ্য, এ সেবায় ‘বিঅ্যান্ডএইচ ফটো’ প্রযুক্তি ছবি সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মানসম্মত আলোকচিত্র প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। ফলে ভবিষ্যতে মানসম্পন্ন ভিডিওচিত্র সংগ্রহে আরও উৎসাহ পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০