ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফবিট:::

স্মার্টফোনের ৯০ ভাগ বৈশিষ্ট্যই অব্যবহৃত!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
স্মার্টফোনের ৯০ ভাগ বৈশিষ্ট্যই অব্যবহৃত!

স্মার্টফোনের জন্য প্রতিনিয়তই নিত্যনতুন অ্যাপলিকেশন তৈরি হচ্ছে। কিন্তু বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই শুধু ফোন এবং এসএমএস করার অ্যাপলিকেশনগুলো ব্যবহার করেন।

এনভাইরোফোন সূত্র এ তথ্য জানিয়েছে।

মোবাইল ফোনভিত্তিক রিসাইকেল প্রতিষ্ঠান এনভাইরোফোন সূত্র জানিয়েছে, বিশ্বের শতকরা ৭১ ভাগ স্মার্টফোন ব্যবহারকারী শুধু কথা বলা, এসএমএস এবং ফেসবুক ব্যবহার করতেই মূলত মোবাইল ফোন ব্যবহার করেন। এর বাইরের অ্যাপলিকেশনগুলো খুব একটা ব্যবহার করে না। অর্থাৎ এগুলো অব্যবহৃতই থেকে যায়।

সূত্র আরও জানিয়েছে, বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরা এর হাজারো বৈশিষ্ট্যের মাত্র ১০ ভাগ ব্যবহার করেন। সুতরাং শতকরা ৯০ ভাগ বৈশিষ্ট্যই অব্যবহৃতই থেকে যায়।

অনেক ব্যবহারকারী কথা বলা, এসএমএস এবং ফেসবুক ব্যবহার করা ছাড়াও নিজের ব্যাংক হিসাবের ব্যালেন্স জানা এবং বিমান ভ্রমণে সময় তার অবস্থান জানতে অ্যাপলিকেশনগুলো ব্যবহার করে থাকেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।