ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বুধবার যশোরে শুরু হচ্ছে কমপিউটার প্রদর্শনী

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০

যশোর : বুধবার থেকে যশোরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কমপিউটার প্রদর্শনী। আয়োজক যশোর কমপিউটার সিটি ব্যবসায়ী সমিতি।

এ প্রদর্শনীতে কমপিউটার এবং ল্যাপটপের ওপর বিশেষ ছাড় দেওয়া হবে। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

এ কমপিউটার প্রদর্শনীর আহ্বায়ক শেখ আহসানুল হক মুন্না বাংলানিউজকে জানান, ২৯ ডিসেম্বর বিকেলে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য খালেদুর রহমান টিটো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার।

উল্লেখ্য, এ প্রদর্শনী আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। দর্শনার্থীদের প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। পুরস্কার হিসেবে কমপিউটারসহ আরও থাকছে ২০টি আকর্ষণীয় পুরস্কার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৩, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।