ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইভেন্ট :.

ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে ডিজিটাল প্রদর্শনী শুরু

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে ডিজিটাল প্রদর্শনী শুরু

‘তথ্যপ্রযুক্তির আলোয় বাংলাদেশ’ এ স্লোগানে ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান কমপিউটার সিটিতে শুরু হলো ৯ দিনব্যাপি ‘ডিজিটাল আইসিটি’ শীর্ষক কমপিউটারভিত্তিক প্রদর্শনী। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।



আজ সকালে প্রধান অতিথি হিসেবে এ ডিজিটাল প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়্যারম্যান মেজর জনারেল জিয়া আহমেদ (অব.), ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান, বাংলাদেশ কমপিউটার সমিতির মহাসচিব মজিবুর রহমান স্বপন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এসএ কাদের কিরণ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের ঢাকা জেলা কমান্ডার ও প্রাক্তণ সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবারের প্রদর্শনীর আহবায়ক তৌফিক এহেসান। এসময় উপস্থিত ছিলেন প্রদর্শনীর মিডিয়া কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন তালুকদার শ্যামল, সিকিউরিটি কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম হাজারী, কাজী মহিউদ্দিন শিবলু, এসএম ওয়াহেদুজ্জামান, আনোয়ার আইয়ুব প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ প্রদর্শনীর ইভেন্ট কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, আগামী মাস থেকেই ই-গভর্নেস বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৯ সালের প্রথমদিকে আইসিটি নীতি গ্রহণ করার পর এ পর্যন্ত ৩০৬টি অ্যাকশন পরিকল্পনা করা হয়েছে। এগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।

অচিরেই দরপত্র প্রক্রিয়া অনলাইনকেন্দ্রিক করা হচ্ছে। এছাড়া অনলাইনে পেমেন্ট সিস্টেমও চালু হবে অচিরেই। বর্তমান সরকারের ২ বছরের সময়ের মধ্যে অনেকগুলো কাজ হয়েছে। বিভিন্ন সুগার মিলে পারচেজ অর্ডার এখন মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে করা হয়। ফলে কৃষকদের ভোগান্তি কমেছে, লাইনেও দাড়াতে হচ্ছে না, দূর্নীতির কবলে পড়তে হচ্ছে না। এরই মধ্যে ১৫টি সুগার মিলে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ পিএসসি বলেন,  দেশের অর্থনৈতিক বিকাশে ইন্টারনেটের গুরুত্ব সর্বাধিক। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শতকরা ১০ ভাগ বাড়লে বাণিজ্য গতি সঞ্চালন বেড়ে যায়, রপ্তানি বাড়ে শতকরা ৪ ভাগ। এজন্য তথ্যপ্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের মোবাইল নেটওয়ার্ক কাভারেজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা সাড়ে ৬ কোটি ছাড়িয়ে গেছে। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। দেশে দ্বিতীয় সাবমেরিন কেবল এবং টেরেস্টিয়াল কেবল আনার কাজ চলছে।

বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বলেন, ওয়াইফাই প্রযুক্তি টোল ফ্রি সেবা হিসেবে আসছে। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ২৮ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় করা হয়েছে। অচিরেই দাম কমিয়ে ১২ হাজার টাকায় করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামিলুর রেজা চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির উদ্দেশ্যে হচ্ছে, মানুষের নিত্যনৈমত্তিক ভোগান্তি কমানো। ই-গভর্ন্যান্সের কাজটা হচ্ছে। সরকারের সুবিধা মানুষের দোড়গোঁড়ায় পৌঁছানো। ডিজিটাল সিগনেচার না থাকায় ই-কমার্স এগোনো যাচ্ছে না।

অচিরেই ই-প্রকিউরমেন্ট হয়ে গেলে অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে। আর ২০১১ সালের মধ্যেই তথ্য অধিকার বাস্তবায়ন হবে। এরই মধ্যে তথ্য অধিকার আইন তৈরি হয়ে গেছে। এরই মধ্যে দেশব্যাপী কমপিউটার ব্যবহারের হারও বেড়েছে।

এ প্রদর্শনীর আহ্বায়ক তৌফিক এহেসান জানান, এ ডিজিটাল প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বিখ্যাত ব্র্যান্ডের সবশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। সারা বছরের অন্য সব সময়ের তুলনায় বিশেষ মূল্যছাড়ে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্রযুক্তিপণ্যের সঙ্গে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার।

এ প্রদর্শনীতে স্বল্পমূল্যে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ, ডিজিটাল ক্যামেরা, এলসিডি মনিটর, টিভিকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ ডিজিটাল পণ্য পাওয়া যাবে।

এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। সাধারণের প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এ প্রদর্শনীর প্ল্যাটিনাম স্পন্সর কিউবি। গোল্ড স্পন্সর গিগাবাইট, তোশিবা এবং স্মার্ট টেকনোলজিস বিডি। সিলভার স্পন্সর আসুস, গেটওয়ে, হায়ার এবং লজিটেক। নয় দিনব্যাপী এ প্রদর্শনী আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪৮, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।