স্যাটেলাইট উৎক্ষেপন নিয়ে ভারত এখন আলোচনার শীর্ষে। আগামী ১০ বছরে আরও ৩০টি স্যাটেলাইট উৎক্ষেপণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত।
উল্লেখ্য, নিজ দেশের তথ্য সংগ্রহ এবং তা ছড়িয়ে দিতে এ স্যাটেলাইটগুলো ব্যবহার করা হবে বলে ভারতের সরকারি সূত্র জানিয়েছে। ভারতের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের (এনআরএসসি) পরিচালক ভি জয়ারামান এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
এনআরএসসি পরিচালকের ভাষ্যমতে, আগামী জানুয়ারি মাসের শেষভাগে রিসোর্চস্যাট২ নামে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। উল্লেখ্য, এটি ২০০৯ সালে উৎক্ষেপণ করা রিসোর্চস্যাট১ এর স্থান দখল করবে।
এছাড়াও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও তথ্য বিনিময়ে অচিরেই বেশ কিছু নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা আছে বলে সূত্রে জানানো হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০