ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি কনটেস্ট :

গিগাবাইট গেমিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু হচ্ছে

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
গিগাবাইট গেমিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু হচ্ছে

আগামী ১৩ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওস্থ আইডিবি ভবনে সিটিআইটি প্রদর্শনী শুরু হচ্ছে। এ প্রদর্শনীতে ‘গিগাবাইট গেমিং প্রতিযোগিতার’ উদ্যোগ নিয়েছে স্মার্ট টেকনোলজিস বিডি।

আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

‘ফিফা১১’ এবং ‘কল অব ডিউটি’ এ দুটি গেমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের একজন খ্যাতিমান ফুটবলার এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সূত্র জানিয়েছে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৬ থেকে ১২ জানুয়ারির মধ্যে গিগাবাইটের নির্দিষ্ট বুথে নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় ৮ থেকে ৩০ বছর বয়সীরা অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদেরকে ৫০ হাজার টাকার পুরষ্কার দেওয়া হবে। হ্যালো : ০১৭৩০ ৩১৭৭৬৮।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩৫, জানুয়ারি ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।