ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি কনটেস্ট :

ডিজিটাল ফটো প্রতিযোগিতার নিবন্ধন চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
ডিজিটাল ফটো প্রতিযোগিতার নিবন্ধন চলছে

শৌখিন আলোকচিত্রদের তোলা ছবি নিয়ে স্যামসাং ডিজিটাল ক্যামেরা এবং বিসিএস কমপিউটার সিটি যৌথ উদ্যোগে আয়োজন করেছে ‘ডিজিটাল ফটো প্রতিযোগিতা’। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।



এ প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিষয় এবং শৌখিন ফটোশিল্পীদের জন্য ‘রূপসী বাংলা’ বিষয়ে ছবি জমা দিতে বলা হয়েছে। ‘সিটি আইটি২০১১’ প্রদর্শনী উপলে দ্বিতীয়বার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগ্রহীরা এ প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচিত সেরা ছবির জন্য থাকছে পুরস্কার। এছাড়াও বিজয়ী ছবিগুলো প্রদর্শনীতে দেখানো হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবেন।

উল্লেখ্য, ঢাকার আগারগাঁওস্থ বিসিএস সিটিআইটি অফিসে এ ছবি জমা দিতে হবে। ছবি জমা দেওয়া শেষ সময় আগামী ১৪ জানুয়ারি। সিটি আইটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১৬, জানুয়ারি ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।