ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শাবিতে প্রথমবারের মতো ‘প্রজেক্ট ফেয়ার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
শাবিতে প্রথমবারের মতো ‘প্রজেক্ট ফেয়ার’

সিলেট: বাংলায় প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা, ডিজিটাল ভর্তি কার্যক্রম, দেশিয় প্রযুক্তির ট্র্যাকিং ডিভাইস, লেজার কন্ট্রোলারসহ নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন কর্ম নিয়ে প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে ‘প্রজেক্ট ফেয়ার’। চলবে আগামী শুক্রবার বিকেল পর্যন্ত।



বৃহস্পতিবার সকালে মুক্তমঞ্চের সামনের মাঠে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন শাবিপ্রবি ভিসি ড. আমিনুল ইসলাম ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ও শাবিপ্রবি’র অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

মেলার আয়োজক `কাইজেন সাস্ট` নামের একটি সংগঠন। বিশ্বমানের প্রতিযোগিতায় শাবিপ্রবি শিক্ষার্থীদের এগিয়ে নিতেই এ আয়োজন বলে আয়োজকরা জানান।

নিত্যনতুন উদ্ভাবনের নেশায় ঘুরে বেড়ানো শাবি শিক্ষার্থীদের প্রায় অর্ধশতাধিক প্রজেক্ট মেলায় প্রদর্শিত হচ্ছে।

প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে সকাল থেকেই ভিড় করছে শিক্ষার্থীরা। প্রজেক্টের সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা সংক্ষেপে পরিচিতি করে দিচ্ছেন তাদের উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তিপণ্য।

শুধু প্রযুক্তিপণ্য নয় বিভিন্ন গবেষণা প্রকল্পরও প্রদর্শনী চলছে মেলায়।  

কাইজেন সাস্টের সভাপতি মোহাম্মদ রাহবার উদ্দিন আয়োজন সম্পর্কে বলেন, শাবি শিক্ষার্থীদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও গবেষণা প্রকল্পগুলো সম্পর্কে সবাইকে জানাতে এবং তাদের প্রজেক্টগুলোর সফল বাস্তবায়নে সাপোর্ট সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন।

তিনি আরও বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে তাদের গবেষণা কার্যক্রম নিয়ে উৎসাহিত হবে।

রাহবার উদ্দিন বলেন, শাবিপ্রবির প্রজেক্ট ছাড়াও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট চারটি প্রজেক্ট নিয়ে এসেছে।

কাইজার সাস্ট সংগঠন সূত্র জানায়, মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হবে।   প্রত্যেক গ্রুপে সেরা প্রজেক্টকে পুরস্কৃত করা হবে। ভালো প্রজেক্টগুলো নিয়ে ডকুমেন্টারি তৈরি করা হবে, যা ফেসবুক, ইউটিউবে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, নভেম্বর ২১, ২০১৩
এসএ/জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।