ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তিতে অঙ্গনে নারীর সক্রিয়

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
তথ্যপ্রযুক্তিতে অঙ্গনে নারীর সক্রিয়

বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে বিডব্লিউআইটির সভাপতি লুনা সামসুদ্দোহা ও সহসভাপতি সোনিয়া বশির কবির উপস্থিত ছিলেন।



এ ছাড়াও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতায় চলতি বছরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিসরে কাজ করা হবে বলে সভায় জানানো হয়।

এসব পরিকল্পনাধীন প্রকল্পগুলোর মধ্যে আছে ইনোভেশন ইনকিউবেশন, মেনটরিং মাইন্ডস, করপোরেট জব শ্যাডোয়িং, সাউথ এশিয়া কানেক্ট ও লেটস গেট ডিজিটাল।

প্রসঙ্গত, উদ্যোক্তা, করপোরেট এক্সিকিউটিভ, কম্পিউটার সায়েন্স প্রফেশনাল এসব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করতেই বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) সংগঠনটি কাজ করছে।

বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।