ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতে নারীর সম্ভাবনা শীর্ষক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, ফেব্রুয়ারি ৩, ২০১১
তথ্যপ্রযুক্তি খাতে নারীর সম্ভাবনা শীর্ষক সেমিনার

এবারের বেসিস আয়োজিত সফটএক্সপোতে ‘ডিজিটাল বাংলাদেশ’ এবং আরটিআই রূপকাঠামোর আওতায় ‘তথ্যপ্রযুক্তি খাতে নারীর সম্ভাবনা প্রয়োগ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন গ্রামীণ সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নায়লা চৌধুরী।

এ সেমিনারে তিনি মিনিটব্যাপী অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে তার বক্তব্য উপস্থাপন করেন।

একই সঙ্গে তিনি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডবলিউআটি) কার্যক্রমের সভাপতি লুনা শামসুদ্দোহাকে পরিচয় করিয়ে দেন।

এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সুরাইয়া পারভিন, বিশেষ অতিথি তথ্য কমিশনার সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ জমির, প্রধান অতিথি বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, লুনা শামসুদ্দোহা এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯০৬, ফেব্রুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।