ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ভারতে ই-গভর্ন্যান্স উন্নয়নে ৪০ হাজার কোটি রুপি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
ভারতে ই-গভর্ন্যান্স উন্নয়নে ৪০ হাজার কোটি রুপি

ভারতে ই-গভর্ন্যান্স সেবার মানোন্নয়নে সম্প্রতি ৪০ হাজার কোটি রুপি বিনিয়োগের কথা জানিয়েছে দেশটির সরকার। ২০১৪ সালের মধ্যে এ অর্থ বিনিয়োগ করা হবে।

বিনিয়োগে ভারতে ১ হাজারেরও বেশি ই-গভর্ন্যান্স সেবা যুক্ত করার কথা জানিয়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি বিভাগের সম্পাদক আর চন্দ্রশেখর জানান, ন্যাশনাল ই-গভর্ন্যান্স প্রোগ্রাম (এনইজিপি) এর আওতায়  ভারত সরকার ৪ বছর মেয়াদী ই-গভর্ন্যান্সভিত্তিক সেবা প্রকল্পে এ বিনিয়োগ করছেন। ই-গভর্ন্যান্স সেবা আধুনিকায়নে ব্যবহৃত সব রকম হার্ডওয়্যার ও সফটওয়্যারের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

সরকারি সূত্রে জানা যায়, ভারতে এ মুহূর্তে ৬০০ ধরনের ই-গভর্ন্যান্স সেবা প্রচলিত আছে। সঙ্গে নতুন করে আরও ১ হাজারেরও বেশি সেবা যুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।