ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইনসাইড :

ইন্টারনেট এক্সপ্লোরারের ৯ম সংস্করণ আসছে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
ইন্টারনেট এক্সপ্লোরারের ৯ম সংস্করণ আসছে

মাইক্রোসফট ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নবম সংস্করণের চূড়ান্ত প্রকাশ করা হতে পারে আগামী ১৬ মার্চ। সূত্র এ তথ্য জানিয়েছে।



‘বিউটি অব দ্য ওয়েব’ ইভেন্ট আইই৯ সংস্করণের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত সপ্তাহে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের নবম ওয়েব ব্রাউজারের প্রথম কিস্তি প্রকাশের কথা জানানো হয়।

এতে স্পষ্টই বোঝা যায়, সফটগুরু মাইক্রোসফট ওয়েব ব্রাউজারের বাজারে অস্তিত্বের লড়াইয়ে নতুন অভিযান চালাচ্ছে। এ ঘোষণা প্রতিযোগীদের জন্য প্রতিদ্বন্দ্বীতার আবহ তৈরি করবে।

নিউউয়িন সংবাদমাধ্যমে প্রকাশ, আবারও মাইক্রোসফটকে ‘বিউটি অব দ্য ওয়েব’ ইভেন্টের কর্মসূচি ধারণ করতে গণমাধ্যম আহ্বান করেন।
মাইক্রোসফটের আইই৯ সংস্করণ উন্নয়কদল এ ইভেন্টে হোস্টিং করবে। ফলে নিসন্দেহেই আইই৯ এর চূড়ান্ত ঘোষণার অপেক্ষা করা যায়। উল্লেখ্য, গ সেপ্টেম্বরে মাইক্রোসফটের আইই৯ এর পরীক্ষামূলক সংস্করণ ঘোষণায় ইভেন্ট ‘বিউটি অব দ্য ওয়েব’ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ওয়েব বিশ্বের আরেক ব্রাউজার মজিলাও আশাবাদী আগামী মার্চে ফায়ারফক্সের ৪.০ সংস্করণের সবশেষ সংস্করণ প্রকাশ করবে। এ মুহূর্তে গুগল ক্রোম১০ সংস্করণের পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।