ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা

ঢাকা: গ্রাহকদের ভোগান্তি দূর করতে নতুন সুবিধা আনলো গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে বিরক্তিকর মেইল আনসাবস্ক্রাইব করতে পারবেন জিমেইল ব্যবহারকারীরা।



দেখা যায়, ব্যবহারকারীর ইনবক্সে বিভিন্ন কোম্পানির পণ্যের প্রমোশন, সামাজিক বা ফোরামের বার্তাসহ বিভিন্ন ধরনের মেইল এসে ভর্তি হয়ে থাকে। আনসাবস্ক্রাইব অপশনের মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা বিরক্তিকর মেইল থেকে মুক্তি পাবেন।

অপশনটি মেইলের উপরদিকে প্রেরকের ঠিকানার পাশে লিংক আকারে পাওয়া যাবে। তবে প্রেরক যদি তার মেইলে আনসাবস্ক্রাইব লিংকটি যুক্ত করে দেন তবেই তা এ সুবিধার আওতায় পড়বে।

বিষয়টি মেইল প্রেরক এবং গ্রাহক উভয়ের জন্যই সুবিধাজনক উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন ব্র্যান্ডের তথ্য দিয়ে জিমেইল ব্যবহারকারীদের সবসময় আপডেট রাখে। কিন্তু অনেক সময় মেইল আনসাবস্ক্রাইব করার প্রয়োজন হয়। এ চিন্তা থেকেই নতুন সুবিধা দেওয়া।

জিমেইল ব্যবহারকারীদের জন্য ক্যালেন্ডার সার্ভিস সুবিধার কথাও ভাবছে গুগল।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।