ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি বিজনেস সলিউশন নিয়ে এসেছে হুয়াওয়ে

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
আইসিটি বিজনেস সলিউশন নিয়ে এসেছে হুয়াওয়ে

বিশ্বেও শীর্ষস্থানীয় নেক্সট জেনারেশন টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস ১০ মার্চ চলতি বিসিএস এক্সপোতে বাংলাদেশে নিয়ে এসেছে সমন্বিত আইসিটি বিজনেস সলিউশনস।

হুয়াওয়ের এ সলিউশনস ডাটা কম, আইপি কল সেন্টার, ইউনিফাইড কমিউনিকেশন, ডাটা সেন্টার, ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন সরকারি, আর্থিক, শিা এবং জ্বালানী খাতে কাজ করবে।



ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিক সম্মেলনে হুয়াওয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক জেরি শেন দেশের বাজারে হুয়াওয়ের আইসিটি সলিউশনস এবং পণ্যসেবার উপর তথ্যচিত্র উপস্থাপন করেন।

হুয়াওয়ে টেকনলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ওয়ান্ডার ওয়াং জানান, হুয়াওয়ের এন্টারপ্রাইজ বিজনেস বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর সেবা নিশ্চিত করবে। ফলে স্বল্প খরচে প্রতিষ্ঠানগুলো অধিক কার্যকারিতার সঙ্গে তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

ওয়াং জানান, বিশ্বজুড়ে হুয়াওয়ের ডিজিটাল এন্টারপ্রাইজ সলিউশন্স ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব স্থাপনে হুয়াওয়ে আগ্রহী।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৩৪, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।