ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

গ্রাফিক্স ডিজাইনে চাকরির সুযোগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
গ্রাফিক্স ডিজাইনে চাকরির সুযোগ

নেদারল্যান্ডস ভিত্তিক একটি ইমেজ প্রসেসিং কোম্পানির চাহিদা অনুযায়ী বাংলাদেশে বেশকিছু দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের কর্মসংস্থান হচ্ছে। গত চার মাসে প্রায় ৫০০ জনের চাকরি হয়েছে প্রতিষ্ঠানটিতে।

উক্ত প্রতিষ্ঠানে গ্রাফিক্সে দক্ষ জনবল দিতে চুক্তি স্বাক্ষর করেছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট। এরই অংশ হিসেবে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্র মতে, নভেম্বর থেকে চাকরিতে যোগদান করতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়া দক্ষতার ভিত্তিতে তৃতীয় মাস থেকেই বেতন বাড়বে এবং এক বছর পরপর তা নিয়মিত বৃদ্ধি করা হবে।

যে কারণে প্রতিষ্ঠানটি এক মাসের বিশেষ গ্রাফিক্স প্রশিক্ষণ শুরু করছে।

উল্লেখ্য, কম্পিউটারের বেসিক জ্ঞান থাকলেই আবেদন করা যাবে। আগ্রহীদের এই ঠিকানায় গিয়ে http://goo.gl/bdca3f আবেদন করতে হবে।
আর যোগাযোগে “০১১৯৩-০৯৪৫৪৫”।

আবেদেনের শেষ সময় ১৪ অক্টোবর আর ১৫ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।

বাংলাদেশ সময়: ১৬৫০ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।